X

ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা ছাত্র কল্যাণ সমিতির মেডিকেল ক্যাম্প ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচী

‘ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচী ‘

জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ ই আগস্ট (বৃহস্পতিবার) বিনোদপুর উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ প্রাঙ্গনে আয়োজিত হল ফ্রি মেডিকেল ক্যাম্প ও ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচী। সকাল ৮ টা থেকে বৈরী পরিবেশ উপেক্ষা করে এ ক্যাম্পেইনিং আয়োজনের নেপথ্যে ছিল ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা ছাত্র কল্যাণ সমিতি।প্রোগামের শুরুতে ডেঙ্গুর প্রভাব, প্রতিকার ও সচেতনতার ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন – শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ রেজাউল করিম ও ডাঃ মাহফুজ রায়হান এবং পরবর্তীতে ডেঙ্গু সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করেন সংগঠনের সদস্যবৃন্দ।

দিনব্যাপী চলমান এ কার্যক্রমে মেডিসিন, নাক-কান-গলা, দন্ত ও শিশু বিশেষজ্ঞগণ প্রায় সহস্রাধিক গরীব ও দুঃস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র ও পরামর্শ প্রদান করেন।

বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি কর্মসূচির অন্তভূক্তিতে ছিল ফ্রি ব্লাড গ্রুপিং, ব্লাড সুগার টেস্ট, ব্লাডপ্রেশার চেকআপ ও বিএমআই মেজারমেন্ট প্রভৃতি।

কর্মসূচী ফলপ্রসু করতে শুরু থেকে শেষ অব্দি সর্বদা উপস্থিত থেকেছেন-

ডাঃ মাহফুজ রায়হান
শিশু বিভাগ, আধুনিক সদর হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ

ডাঃ মোঃ রেজাউল করিম
শিশু বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ

ডাঃ মোঃ আমিনুল ইসলাম
ঢাকা শিশু হাসপাতাল

ডাঃ মাহবুব আলম
নাক-কান-গলা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ

ডাঃ মোঃ হাসান ইমাম
বক্ষব্যধি হাসপাতাল, ঢাকা

ডাঃ শাখাওয়াত হোসেন
রাজশাহী মেডিকেল কলেজ

ডাঃ আলমগীর হোসেন
(দন্ত চিকিৎসক)

ডাঃ আতিকুল ইসলাম ডলার

ডাঃ মোঃ সেলিম রেজা
ইন্টার্ণ চিকিৎসক, রাজশাহী মেডিকেল কলেজ

মোঃ নাফিউল ইসলাম
ইব্রাহিম মেডিকেল কলেজ(বারডেম)

মোঃ আব্দুল্লাহ আল মারুফ
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, উত্তরা

মোঃ আমিরুল ইসলাম
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ

এছাড়া সার্বিক তত্বাবধান ও সেচ্ছাসেবী হিসেবে বিশেষ ভূমিকা পালন করেছে উক্ত সংগঠনের সভাপতি, মোঃ শামীম রেজা ও সাধারন সম্পাদক, মোঃ মোজাম্মেল হক এবং ইকবাল, নবীন, সানজিদ, আসিফ, আমরিন, শারমিন, মমীন, ড্যানি, মেহেদি, মাহমুদুল সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ। এবং সার্বক্ষণিক খোঁজ খবর রেখেছেন মোঃ তোহিদুল ইসলাম (অতিরিক্ত পুলিশ সুপার, সিটিটিসি, ডিএমপি)।

ছবিঃ

ওয়েব টিম:
Related Post