X

ঢাকার বসুন্ধরায় উদযাপিত হলো ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে ২০১৭

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির আয়োজনে গতকাল ২০ মার্চ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরাতে গতকাল উদযাপিত হলো ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে ২০১৭’। সারা দেশের তিন হাজারেরও বেশি ডেন্টিস্টের অংশগ্রহণে সকাল ৮টায় র‍্যালির মাধ্যমে ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে’-এর কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা. হুমায়ূন কবির বুলবুল, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। এ ছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত এমপি, ডা. মুস্তাফা জালাল মহিউদ্দিন, প্রেসিডেন্ট বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন; অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, প্রেসিডেন্ট, স্বাধীনতা চিকিৎসক পরিষদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মো: আবদুল কাশেম, প্রেসিডেন্ট বাংলাদেশ ডেন্টাল সোসাইটি।

অনুষ্ঠানে উপস্থিত সবাই দেশের সাধারণ মানুষের কথা বিবেচনা করে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কার্যক্রম নিয়ে কথা বলেন। এ ছাড়াও অনেকের বক্তব্যের মাধ্যমে দন্তু চিকিৎসায় ভুয়া ডেন্টিস্টদের চিকিৎসা ব্যবস্থার কথাও উঠে আসে।


ওরাল হেলথের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি বহু বছর ধরে কাজ করে আসছে। এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়। এ ছাড়াও অনুষ্ঠানটির অন্যতম পৃষ্ঠপোষক পেপসোডেন্টের পক্ষ থেকে ‘লিটল ব্রাশ বিগ ব্রাশ’ নামের একটি ক্যাম্পেইনের ঘোষণা দেয়া হয়। শিশুদের জন্য এই রোমাঞ্চকর ক্যাম্পেইনটি শুরু হবে আগামী এপ্রিলে। যে ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদেরকে নিয়মিত দুই বেলা দাঁত ব্রাশ করার বিষয়ে সচেতন করা হবে এবং বিশেষ করে রাতের বেলা দাঁত ব্রাশ করতে উৎসাহিত করা হবে।

সংবাদদাতা: বনফুল,প্ল্যাটফর্ম এডমিন

Banaful:
Related Post