X

ডিএমসি শিশু বিভাগে প্রথমবারের মত স্থাপিত হলো পেডিয়াট্রিক কোলনোস্কোপি ও এন্ডোস্কোপি মেশিন

প্ল্যাটফর্ম নিউজ, ২ অক্টোবর ২০২০,  শুক্রবার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে প্রথমবারের মত পেডিয়াট্রিক কোলনোস্কোপি ও পেডিয়েট্রিক এন্ডোস্কোপি মেশিন স্থাপিত হয়। বাংলাদেশের সকল সরকারি মেডিকেল কলেজের মধ্যে এই প্রথম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই মেশিনগুলো স্থাপিত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. কামাল হোসেন প্ল্যাটফর্মকে দেওয়া তথ্যে এই ব্যাপারে অবগত করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগীয় প্রধান অধ্যাপক সাঈদা আনোয়ার পেডিয়াট্রিক কোলনোস্কোপি ও এন্ডোস্কোপি মেশিন উদ্বোধন করেন। পূর্বে তিনি পেডিয়াট্রিক আইসিইউ, এইচডিইউ, ডায়ালাইসিস মেশিন এবং পেডিয়াট্রিক আল্ট্রাসাউন্ড মেশিন সংযোজন করেন। শিশু বিভাগের নিজস্ব পেডিয়াট্রিক আল্ট্রাসাউন্ড মেশিনের সাহায্যে বাচ্চাদের আল্ট্রা গাইডেড- লিভার বয়োপসি, রেনাল বায়োপসি, এ্যাসাইটিক ও প্লিউরাল ফ্লুইড নির্ধারণ করা হয়। সম্প্রতি এই পেডিয়াট্রিক আল্ট্রামেশিনের সাহায্যে তিন মাসের এক শিশুর আল্ট্রা গাইডেড চাইলাস এ্যাসাইটিস রোগনির্ণয়ের কথা উল্লেখ করেন ডা. কামাল হোসেন। এই মেশিনগুলোর সাহায্যে রোগ নির্ণয় ও উপযোগী চিকিৎসা অনেক সহজ হয়ে গেছে। পেডিয়াট্রিক কোলনোস্কোপি ও এন্ডোস্কোপি মেশিন উদ্বোধনের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগে স্বয়ংসম্পূর্ণতার এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।

অধ্যাপক ডা. ইফ্ফাত আরা শামসাদ ও পরিচালক নাসির উদ্দিন এই উদ্যোগে শুরু থেকেই সহযোগিতা করে আসছেন। অধ্যাপক আমিরুল মোর্শেদ খসরুও এ ব্যাপারে অনেক অনুপ্রেরণা দিয়ে গেছেন। ডা. কামাল হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সকল চিকিৎসকদের পেডিয়াট্রিক কোলনোস্কোপি ও এন্ডোস্কোপি হস্তক্ষেপের সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সরকার যেন অতি দ্রুত দেশের সব সরকারি মেডিকেল কলেজগুলোয় শিশু গ্যাস্ট্রোএন্টারোলজী ও পুষ্টি বিভাগ খুলে শিশুদের স্বাস্থ্যসেবাকে আরো উন্নত করতে সাহায্য করে সেই আশা তিনি ব্যক্ত করেছেন।

নিজস্ব প্রতিবেদক / নুসরাত ইমরোজ হৃদিতা

Silvia Mim:
Related Post