X

ডা. শুভাগত চৌধুরীর স্বাস্থ্যবার্তা: আলযাইমার আর ডিমেনশিয়া নিয়ে কিছু কথা

প্ল্যাটফর্ম নিউজ, ৪ অক্টোবর ২০২০, রবিবার

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

সেপ্টেম্বর মাস আলযাইমার আর ডিমেনশিয়া নিয়ে কথা বলার মাস। এই রোগের চারধারে যে রহস্যের জাল বিছানো, একে ছিন্ন করে একে নিয়ে কুসংস্কারের আঁধারকে আলোয় ভরিয়ে দেয়ার একটি মাস।

ডিমেনশিয়া প্রতিরোধযোগ্য, অন্তত উপসর্গ আসা বিলম্বিত করা সম্ভব। আছে কিছু ঝুঁকি, যেগুলো পরিবর্তন যোগ্য যেমন-

১. প্রথম জীবনে শিক্ষা
২. উচ্চ রক্তচাপ
৩. শ্রুতি সমস্যা
৪. স্থুলতা
৫. ধুমপান
৬. বিষণ্ণতা
৭. নিষ্ক্রিয় জীবন
৮. ডায়বেটিস
৯. সামাজিক নিঃসঙ্গতা
এর নিরাময় সম্ভব না হলেও আগাম রোগ নির্ণয় আর রোগীর খেয়াল ঠিকমত নিলে অনেক আরাম এবং উপশম সম্ভব।

নিজস্ব প্রতিবেদক/ নোশিন সানজানা জামান

Noshin Sanjana Zaman:
Related Post