X

ডা. রাকিব হত্যার বিচার ও চিকিৎসকদের নিরাপদ কর্মস্থলের দাবিতে ‘যুবশক্তি পরিবার’ এর মানববন্ধন

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ জুন ২০২০, মঙ্গলবার

গল্লামারী রাইসা ক্লিনিকের মালিক, খুলনা বিএমএ এর আজীবন সদস্য ও বাগেরহাট ম্যাটসের অধ্যক্ষ ডা. আব্দুর রাকিব খাঁনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী শিবগঞ্জ উপজেলার তারাপুর-সাহাপাড়া এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন যুবশক্তি (কোভিড-১৯) পরিবার।

গত সোমবার (২২ জুন) বেলা ১১.৩০ মিনিটে সাহাপাড়া বাজার সংলগ্ন স্থানে মানববন্ধনে অংশ নেয় সংগঠনটির সদস্যরা। এ সময় তারা ডা. আব্দুর রাকিবের হত্যাকারীদের দ্রুত বিচার চেয়ে ও চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল সৃষ্টির ব্যপারে জোর দাবি জানায়।

প্রান্তিক পর্যায়ের এই সংগঠনটির যৌক্তিক দাবির সাথে একাত্মতা প্রকাশে সেসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ও বিডিএফের জেলা প্রতিনিধি ডা. ফাহাদ আকিদ রেহমান এবং ডা. আব্দুল হামিদ রক্তিম।

সংগঠনটির একজন সদস্য শামীম রেজা বলেন,

“চিকিৎসকরা আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে। জীবনের ঝুঁকি নিয়ে তারা দেশের দুঃসময়েও স্বাস্থ্য সেক্টরের হাল ধরে আছে। অতএব তাদের সাথে এমন অপ্রীতিকর আচরণ খুবই নিন্দনীয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। চিকিৎসকদের নিরাপত্তা এবং তাদের সকল যৌক্তিক অধিকার আদায়ে আমরা সবসময় পাশে আছি।”

উল্লেখ্য, চলমান করোনা পরিস্থিতিতে সচেতনতামূলক নানাবিধ কর্মকান্ডে অংশগ্রহণ ও স্থানীয় দুস্থদের আর্থিক সহায়তায় কাজ করে যাচ্ছে সংগঠনটি।

Abdullah Al Maruf:
Related Post