X

ডা. প্রকাশ হত্যার বিচারের দাবীতে মানববন্ধন- আপডেট

গত ১২/০৭/২০১৮ বিকাল ৪:৩০ ঘটিকায় গাজীপুর সাইনবোর্ড এলাকায় তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের মেধাবী ছাত্র ডাঃ প্রকাশ ঘাতক বিআরটিসি বাসের চাপায় প্রাণ হারায়।

আজ ১৪/০৭/২০১৮ তারিখে সকাল ৮ ঘটিকা হতে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজের সকল ছাত্র-ছাত্রী, নার্স, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে শান্তিপূর্ণ ভাবে কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ২ ঘন্টা অবরোধ করে রাখা হয়।পরে উর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বাস দেন যে আগামী ২৪ ঘন্টার ভেতর ঘাতক বিআরটিসি বাস চালক কে আটক করে আইনের আওতায় আনা হবে ‌। এই আশ্বাসের ভিত্তিতে ছাত্ররা সাময়িকভাবে অবরোধ কর্মসূচি স্থগিত করে।২৪ ঘন্টার মধ্যে ব‍্যবস্থা না নিলে পূনরায় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে উপস্থিত  সকলে সিদ্ধান্ত নেয়।সেই সাথে ডা. প্রকাশ এর নামে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজের পাশে একটি ফুটওভার ব্রীজ নির্মাণ করতে হবে – এই দাবী সকলের।

উল্লেখ্য,ডা. প্রকাশ রাস্তার পাশে মোটরসাইকেল নিয়ে স্থির অবস্থায় ছিলেন । এসময় বি আর টিসির বাস তাঁকে চাপা দেয় এবং ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এতে জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। ঘটনার দুইদিন পার হলেও ঘাতক বাসের ড্রাইভার আটক হননি।

ফয়সাল আবদুল্লাহ:
Related Post