X

ডাঃ রবিউল হক রাজিব এর EDEMA বিষয়ক ভিডিও ইউটিউবে

ডাঃ রবিউল, প্যাথলজি বিষয়ক YouTube চ্যানেলে নতুন ভিডিও শেয়ার করেছেন, এবারের বিষয় Edema । এতে রয়েছে:

– Definition of Edema
– Pathophysiologic Categories of Edema
– Role of Capillary Hydrostatic Pressure
– Role of Plasma Osmotic Pressure
– Edema Due To Lymphatic Obstruction \ Lymphedema
– Milroy’s Disease
– Edema Due To Salt & Water Retention
– Concept of Transudate & Exudate
– Morphology of Edema
– Mechanism of Edema in Congestive Cardiac Failure
– Renin Angiotensin Aldosterone Axis
– Role of ADH
– Back Pressure Hypothesis of Cardiac Edema
– Forward Pressure Hypothesis of Cardiac Edema
– Mechanism of Edema in Nephrotic Syndrome
– Mechanism of Pulmonary Edema
– Brain Edema

Video Link :

তিনি বলেছেন –

* স্টুডেন্টদের আগ্রহ ধরে রাখার জন্য প্রতিবারের মত এবারও সিক্রেট টেডি বিয়ার ব্যবহার করা হয়েছে।

* White Board দেখার সুবিধার জন্য পরিক্ষামুলক ভাবে ২ টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মিলিসেকেন্ড এর হিসেব করে Editing করা হয়েছে যেন শব্দ ও ভিডিও এর মধ্যে কোন delay না থাকে।

* স্টুডেন্ট দের নতুন Medical Term এর Spelling জানার সুবিধার্থে White Board এ Text Overlay করে বানান গুলো দেখানো হয়েছে।

* একাধিক টেক্সট বুক থেকে তথ্য নিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে এবং কিছু Post Graduation Topics ও আলোচনা করা হয়েছে।
আশা করি ভিডিও টি সহায়ক হবে।

ধন্যবাদ।

Published under “Standard YouTube Public License \ Edication”
© September, 2015. MADE IN BANGLADESH.

Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation
Related Post