X

চীনের উহানের পার্শ্ববর্তী হুনান প্রদেশে এবার “H5N1 বার্ড ফ্লু” সংক্রমণ

২রা ফেব্রুয়ারি, ২০২০

করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে চীনের উহানে যখন ইতিমধ্যেই বিরাজ করছে ভয়াবহ আতঙ্ক সে সময়ই পার্শ্ববর্তী হুহান প্রদেশে হানা দিল H5N1 বার্ড ফ্লু।

চীনের শাওয়াং শহরের একটি খামারের প্রায় ৪৫০০ মুরগি এই H5N1 ভাইরাসজনিত বার্ড ফ্লু তে মারা গিয়েছে বলে জানায় চীনের “কৃষি ও পল্লী উন্নয়ন” মন্ত্রণালয়।

উক্ত বার্ড ফ্লুর জন্য দায়ী H5N1 ভাইরাস টি এমন একটি প্রজাতির ভাইরাস যার দ্বারা মানুষও সংক্রমিত হতে পারে। আর তাই ভাইরাসটির সংক্রমণ রুখতে শহরটির কর্তৃপক্ষ এর মধ্যেই ১৭,৮০০ পাখি হত্যা করেছে।

চলমান করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি যেন আরো জটিল রূপ ধারণ না করে, সেজন্য এই H5N1 বার্ড ফ্লু সংক্রমণের পরিপ্রেক্ষিতেও বিশেষ সতর্কতা জারি করেছে চীনা কর্তৃপক্ষ।

তথ্যসূত্র : https://www.google.com/amp/s/www3.nhk.or.jp/nhkworld/en/news/20200202_04/amp.html

নিজস্ব প্রতিবেদক / হৃদিতা রোশনী

হৃদিতা রোশনী:
Related Post