X

চিকিৎসা সম্পর্কিত যে বিষয়গুলোতে রোজা ভাঙে না

৩০ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার

ডা. মারুফ রায়হান খান
পবিত্র রমজান মাসে মুসলিমদের মনে চিকিৎসা সম্পর্কিত কিছু ব্যাপারে দ্বন্দ্বের সৃষ্টি হয়। রোজা রেখে কোন কাজগুলো করলে রোজা ভাঙবে না, সেগুলো তাই উল্লেখ করা হল:

১। চোখে বা কানে ড্রপ দিলে।

২। পায়ুপথ/লজ্জাস্থান দিয়ে দেহে কোনো কিছু প্রবেশ করানো (যেমন : সাপোজিটোরি)। তবে তা শক্তিবর্ধক হলে রোজা ভঙ্গ হবে।

৩। ইনহেলার বা অক্সিজেন গ্রহণ। তবে নেবুলাইজার ব্যবহারে রোজা ভঙ্গ হবে।

৪। মিসওয়াক, টুথব্রাশ বা পেস্ট ব্যবহার অথবা দাঁত ফিলিং করা। তবে এক্ষেত্রে কোনো কিছু গিলে ফেলা পরিহার করতে হবে।

৫। দেহের কোনো অংশে ক্যাথেটার কিংবা ক্যামেরা প্রবেশ করানো যদিওবা তা মুখ দিয়েও হয়। কেননা তা পানাহার কিংবা এর বিকল্প কিছু নয়।

৬। ক্রিম, তেল, মেকআপ, লিপস্টিক, ঠোঁট আর্দ্রকারী দ্রব্য, সুগন্ধি ব্যবহার।

৭। মুখের লালা কিংবা সর্দি গিলে ফেলা।

৮। কিছু হৃদরোগের ওষুধ আছে, যা জিহবার নিচে রাখা হয়, এ ধরনের ওষুধের কোনো অংশ গিলে না ফেললে তা মুখে রাখলে রোজা ভাঙবে না।

৯। রক্ত পরীক্ষা করা।

১০। অনিচ্ছাকৃতভাবে বমি হওয়া।

সূত্র : ফিকহুস সিয়াম রোযার বিধান ও মাসায়েল,
সংকলন: মুহাম্মাদ নাসীল শাহরুখ,
সম্পাদনা: ড. মোহাম্মদ মানজুরে ইলাহী

Platform:
Related Post