X

চিকিৎসকদের প্রতি সম্মান জানিয়ে উপহার পাঠালো বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক,

শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

বাংলাদেশ সহ পুরো বিশ্ব বর্তমানে এক কঠিনতম বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে বিশ্ববাসী অসহায়। সামনে পড়ে আছে এক অনিশ্চিত ভবিষ্যত। এই অনিশ্চয়তার মধ্যেও যে যার সাধ্যমতো সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাড়াচ্ছে, কিংবা এই সংকটের সম্মুখসাড়ির যোদ্ধা তথা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের উৎসাহ প্রদান করে যাচ্ছে।

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আজ আমাদের এই সম্মুখযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে সামান্য কিছু উপহার হিসেবে খাদ্য সামগ্রী, হ্যান্ড ওয়াশ চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়। বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের শিক্ষার্থী শৈবাল দাস, গালিব, আরমান, কলেজেরটির প্ল্যাটফর্ম এক্টিভিস্ট অনিন্দ্য সেন কলেজের শিক্ষার্থীদের পক্ষে করোনাযুদ্ধের সম্মুখসারীতে থাকা অগ্রজ চিকিৎসকদের জন্য এই উপহার পাঠানোর উদ্যোগ নেয়। তারা এই লকডাউনের মধ্যেও অক্লান্ত পরিশ্রম করে উপহার গুলো পৌঁছে দিয়েছে । এই কঠিন সময়ে এমন ছোট গল্প গুলো তৈরি হোক আরো।

জামিল সিদ্দিকী: A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.
Related Post