X

চিকিৎসকদের পাশে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন (আইইবি)

প্ল্যাটফর্ম নিউজ, বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

খুলনায় রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজন কর্তৃক রাইসা ক্লিনিকের মালিক চিকিৎসক ডা. মো. আব্দুর রাকিব খান এর নির্মম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও দ্রুত বিচার দাবী করেছে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি)।

গত ১৭ জুন, রোজ বুধবার আইইবি উক্ত ঘটনার প্রতিবাদস্বরূপ একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, এভাবে সন্ত্রাসী হামলা করে একজন চিকিৎসক / পেশাজীবীর প্রাণনাশ কোনভাবেই গ্রহনযোগ্য নয়। ডা. মো. আব্দুর রাকিব খানের হত্যার ঘটনায় ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন (আইইবি) তথা দেশের প্রকৌশলী সমাজ গভীরভাবে সংক্ষুব্ধ এবং শোকাহত। একই সাথে উক্ত ঘটনার সাথে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানায় আইইবি।

উল্লেখ্য, গত রবিবার (১৪ই জুন) রাতে নগরীর গল্লামারীর রাইসা ক্লিনিকে সিজার হয় বটিয়াঘাটা উপজেলার শিউলি বেগমের। রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গত ১৫ই জুন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে ঢাকায় স্থানান্তরিত করা হয়। ঢাকায় নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। এই ঘটনায় গতকাল রাত ৯টায় রোগীর স্বজনরা চিকিৎসককে কৌশলে ডেকে ক্লিনিকের সামনে এনে হামলা চালায়। পরে, ওই চিকিৎসককে উন্নত চিকিৎসার জন্য শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই ডা. রাকিবের মৃত্যু হয়।

Fahmida Hoque Miti:
Related Post