X

চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থলের দাবীতে রবিবার সারাদেশে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ

চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থলের দাবীতে ১৮-০৬-২০১৭ খ্রিঃ তারিখ রবিবার সারাদেশে ২৪ ঘন্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ ।

বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) এর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও ভারপ্রাপ্ত মহাসচিব ডা. মোঃ কামরুল হাসান মিলন পত্রিকায় প্রকাশের জন্য নিম্নলিখিত বিবৃতি প্রদান করেনঃ

“সারাদেশে চিকিৎসক ও চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ও চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থলের দাবীতে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) কেন্দ্রীয় কার্যকরী পরিষদ কর্তৃক পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১৮-০৬-২০১৭ খ্রিঃ তারিখ রবিবার সারাদেশে ২৪ ঘন্টা (১৮ জুন সকাল ০৬:০০টা থেকে ১৯ জুন সকাল ০৬:০০টা পর্যন্ত) প্রাইভেট প্র্যাকটিস বন্ধ থাকবে । উক্ত সময়ে সকল ধরনের জরুরী চিকিৎসা অব্যাহত থাকবে।

এই কর্মসূচি চলাকালীণ দেশের সকল চিকিৎসককে প্রাইভেট প্র্যাকটিস থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

বরাবর
বার্তা সম্পাদক/ প্রধান প্রতিবেদক
————————–—–

জনাব,
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আপনার বহুল প্রচারিত/ স¤প্রচারিত দৈনিক পত্রিকা/ টেলিভিশনে প্রেস বিজ্ঞপ্তি আকারে আজকের ঢাকায় অনুষ্ঠান শিরোনামে প্রকাশের জন্য অনুরোধসহ প্রেস বিজ্ঞপ্তিটি প্রেরণ করা হল।

 

 

বার্তা প্রেরক ঃ

ডা. মোঃ মাহবুবুর রহমান (বাবু)
প্রচার ও জনসংযোগ সম্পাদক
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ)।

Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation
Related Post