X

চট্টগ্রাম মেডিকেল কলেজের কিংবদন্তি অধ্যাপক ডা. মাহতাব হাসান আর নেই

চট্টগ্রামের খ্যাতনামা চিকিৎসক, চট্টগ্রাম মেডিকেল কলেজ এর মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ মাহতাব উদ্দিন হাসান স্যার আর আমাদের মাঝে নেই! ১২’ই নভেম্বর, ২০১৮, সোমবার দুপুরে তিনি ঢাকার অ্যাপলো হাসপাতালে হার্ট অ্যাটাক ও মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাঙ্গনে তার জানাযা অনুষ্ঠিত হবে। জানাযায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে অনুরোধ করেছেন মরহুমের পরিবারবর্গ ও শুভাকাঙ্ক্ষীরা।

এর পূর্বে, মস্তিষ্কের রক্তক্ষরণে আক্রান্ত হলে ১৪ ই অক্টোবর, ২০১৮, শুক্রবার রাতে প্রথমে তাঁকে চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি হৃদরোগের সমস্যায়ও ভুগছেন বলে জানা যায়।

ডা. মাহতাব উদ্দীন হাসান চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে অবসর গ্রহণের পর তিনি মেরিন সিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

চট্টগ্রামের সাতকানিয়ায় বসবাস করতেন ডা. মাহতাব উদ্দীন হাসান। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে ২০তম ব্যাচের ছাত্র ছিলেন। এর আগে তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে এইচএসসি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।

ওয়েব টিম:
Related Post