X

চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক ছাত্র ডাঃ নাসিমুল মিঠু আর নেই

সিএমসি এর সাবেক ছাত্র এবং  যুক্তরাষ্ট্র প্রবাসি ডাঃ আহসান নাসিমুল মিঠু আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি প্যাথলজি, ফ্যামিলি মেডিসিন, ইন্টারনাল মেডিসিন এবং নেফ্রোলজির উপর প্রশিক্ষন গ্রহন করেন। তিনি প্রতিস্থাপন চিকিৎসার উপর কাজ করেন। এছাড়া উনি একজন কিডনি বিশেষজ্ঞ হিসেবে পলিওমা ভাইরাসের উপর কাজ করে অনেক খ্যাতি অর্জন করেন।তিনি মেডিসিনের মায়ো ক্লিনিক এ অধ্যাপক এবং Fayettevile VA মেডিকেল সেন্টার এর প্রধান হিসেবে যুক্তরাষ্ট্রে  অনেক সম্মানজনক পদ লাভ করেন।
তার আছে অনেক ডিগ্রী এবং ফেলোশীপ। উদাহারনস্বরুপ তার ছিল কেল্লোগ থেকে এম বি এ, এটা যেমন দেখাবে। নাসিমুল আহসান, MD, MBA, CPE, FACPE,FAAPL,FACP, FASN. তিনি জ্যাকসনভিল্লি, ফ্লোরিডার উপর নির্ভরশীল ছিলেন।

তিনি অনেকগুলো সায়েন্টিফিক পেপারস এবং বই প্রকাশ করেন। এরমধ্যে একটি বই হচ্ছে “পলিওমা ভাইরাস এবং মানব রোগ”, অন্য আর আছে Chronic Allograft failure এর উপর প্যাথোজেনেসিস এর প্রাকৃতিক ইতিহাস, ডায়াগনোসিস এবং মেনেজমেন্ট। একজন ব্যাক্তি হিসেবে তিনি ছিলেন অনেক কর্মঠশীল, পজিটিভ, সাধারন এবং অনেক সোশ্যাল।

আল্লাহ ডাঃ মিঠুকে বেহেশত নসিব করুন। আমরা প্ল্যাটফর্ম পরিবার স্যারের রূহের মাগফেরাত কামনা করছি।

Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation
Related Post