X

ঘুমানোর সময় কন্ট্যাক্ট লেন্স পরিধানের কুফল

০৯ নভেম্বর, ২০১৯

“আমি প্রতিদিন কন্ট্যাক্ট লেন্স পরেই ঘুমাই এবং আমার কখনোই কোনো সমস্যা হয়নি”-
একজন চক্ষু বিশেষজ্ঞ হিসেবে প্রায়ই রোগীর এমন কথা শোনেন ডা. ফারহান রাহমান। কিন্তু আসলেই কি কন্ট্যাক্ট লেন্স পরে ঘুমালে কোনো সমস্যা হয় না?

উন্নততর প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে অথবা চশমার প্রতি অনীহা থাকায় দিন দিন কন্ট্যাক্ট লেন্সের জনপ্রিয়তা বেড়ে চলেছে। একটি সমীক্ষা হতে জানা যায় বর্তমানে সমগ্র বিশ্বে প্রায় ১৫০ মিলিয়নের মত মানুষ কন্ট্যাক্ট লেন্স ব্যাবহার করে থাকেন। সেই সাথে বর্তমানে নারীদের সৌন্দর্য্য বর্ধন ও সাজসজ্জার অংশ হিসেবেও ব্যাবহৃত হয় লেন্স। তাই লেন্স ব্যাবহারের যথাযথ নিয়ম সম্পর্কে সকলের অবহিত থাকা বাঞ্ছনীয়। এক্ষেত্রে যাদের দূরদৃষ্টি বা ক্ষীণ দৃষ্টির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ মেনে সর্বদা সঠিক পাওয়ারের লেন্স ব্যবহার করতে হবে। লেন্স ক্রয়ের সময় তা ভালো ব্র্যান্ডের কিনা , মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং প্যাকেটের গায়ে লেখা ব্যবহার বিধি মেনে চলতে হবে। মেয়াদ উত্তীর্ণ লেন্স ব্যাবহার করা থেকে যথাসম্ভব বিরত থাকতে হবে। এছাড়াও ঘুমানোর আগে অবশ্যই পরিহিত লেন্স অপসারণের পরই ঘুমাতে হবে। লেন্স পরিহিত অবস্থায় ঘুমালে চোখের অভ্যন্তরীণ অংশে সিউডোমোনাস নামক এক ধরনের ব্যাক্টেরিয়ার সংক্রমণ হতে পারে। উল্লেখিত ব্যাক্টেরিয়া কেবল কয়েক দিনের ব্যাবধানে ব্যক্তির কর্নিয়ার অংশ ভক্ষণ করে ফেলে এবং বাকি অংশ স্যুপ জাতীয় সাদা বর্ণের মৃত কোষসমূহে পরিণত করে। এমন কি এতে অনেক সময় রোগীর বরণ করতে হতে পারে স্থায়ী অন্ধত্ব । এছাড়াও গুরুতর অবস্থা নিয়ে চিকিৎসকের নিকট আসা রোগীদের ক্ষেত্রে চিকিৎসা হিসেবে যথাযথ এন্টিবায়োটিক ও স্টেরয়েড দেয়ার পরও অনেক ক্ষেত্রেই ব্যক্তির দৃষ্টিশক্তি পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে নাও আসতে পারে ।

তথ্যসূত্র : Vita eye Clinic

ছবিঃ সংগৃহীত
স্টাফ রিপোর্টার/ হৃদিতা রোশনী

জামিল সিদ্দিকী: A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.
Related Post