X

গোপালগঞ্জে ১০ পুলিশ সদস্যসহ ১৭ জন কোভিড-১৯ পজিটিভ

প্ল্যাটফর্ম নিউজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ

গোপালগঞ্জের মুকসুদপুর থানার ১০ পুলিশ সদস্যসহ জেলায় ১৭ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। জেলার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ” মুকসুদপুরের ১০ পুলিশ সদস্য, সদর উপজেলায় তিনজন, টুঙ্গিপাড়া উপজেলায় তিনজন এবং কোটালীপাড়া উপজেলায় একজনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে।”

তিনি আরও জানান, ” এ পর্যন্ত জেলা থেকে মোট ২২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৬৭ জনের পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। এদের মধ্যে ১৭জনের টেস্টে করোনা ‘পজিটিভ’ এসেছে।”

আক্রান্তদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের রিপোর্ট এখন পর্যন্ত পাওয়া যায়নি।

উল্লেখ্য, ৩৫ জন পুলিশ সদস্যের ওসিসহ ৭ জনকে থানা কমপ্লেক্সের একটি ভবনে হোম কোয়ারেন্টিনে এবং বাকি ২৮ জনকে মুকসুদপুর সরকারি ডিগ্রি কলেজের একটি ভবনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক
শরিফ শাহরিয়ার

হৃদিতা রোশনী:
Related Post