X

গভীররাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হামলা, নারী চিকিৎসকসহ আহত অনেকে

আজ ৫ই ফেব্রুয়ারি,২০১৮।

গতকাল রাত ২ টার দিকেল রোগীর মৃত্যুকে কেন্দ্র করে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর অতর্কিত  হামলায় আহত হয়েছেন কয়েকজন নারী ও পুরুষ চিকিৎসকগন।

সূত্রমতে, গভীর রাতে  বিষপান কারি একজন রোগি নিয়ে তার লোকজন হাসপাতালে নিয়ে আসলে , রোগীকে  মেডিসিন ওয়ার্ডে ভর্তি করানো হয় । অতি মাত্রায় বিষপানের কারণে, একসময় রোগীর অবস্থার দ্রুত অবনতি হলে রোগী মারা যায় । রোগীর মৃত্যুর পর রোগীর লোকজন সদলবলে রড, লাঠি নিয়ে ইন্টার্ন চিকিৎসক ও মেডিসিন বিভাগের  ডাক্তারদের উপর অতর্কিত  হামলা  চালায় । এইসময় তারা  নারী ইন্টার্ন চিকিৎসকদের গায়েও হাত দেন এবং  প্রায় পাঁচ থেকে ছয় জন চিকিৎসক হামলায় আহত হয়। হামলার সময় হাসপাতালে নিচে পুলিশ কর্তব্যরত অবস্থায় থাকলেও তারা তাদের যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হয়।

 

 

শেষ খবর পর্যন্ত জানা গেছে, হাসপাতালের চিকিৎসকগন এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে কর্মবিরতির সিদ্ধান্ত নেন।
এই ঘটনার বিচার এবং তাদের নিরাপত্তার জন্য দাবি আদায় না হওয়া পর্যন্ত  অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দেওয়া হয় ।

উল্লেখ্য, এটা প্রথম নয়  ইতিপূর্বেও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে একাধিকবার চিকিৎসকদের উপর হামলার মত ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।

প্ল্যাটফর্ম ডেস্ক রিপোর্ট:
Related Post