X

গত ২৪ ঘণ্টায় ১২ দেশে মারা গেলেন ২৬৩ বাংলাদেশি

প্ল্যাটফর্ম নিউজ,

সোমবার, ২০ এপ্রিল, ২০২০

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা ২ মিলিয়ন ছাড়িয়েছে কয়েকদিন আগেই। পৃথিবীব্যাপী মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। করোনার ছোবলে পুরো বিশ্ব পর্যুদস্ত। প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আঘাত হেনেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। দিনদিন মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।

গতকাল (১৯ এপ্রিল) পর্যন্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, কানাডা, ইতালি, স্পেন, কাতার, সুইডেন, সংযুক্ত আরব আমিরাত, কেনিয়া, লিবিয়া ও গাম্বিয়া—এই ১২টি দেশে ২৬৩ জন বাংলাদেশি করোনা ভাইরাসের সংক্রমণে মারা গেছেন। বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায় ও বাংলাদেশ মিশনে যোগাযোগ করে এ তথ্য পাওয়া গেছে।

করোনার সংক্রমণে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্র ও কানাডায় অন্তত ১২ জন বাংলাদেশি মারা গেছেন। এঁদের মধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১০ জন, কানাডার টরন্টো এবং কেনিয়ার নাইরোবিতে একজন করে মারা গেছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১৬৭ জন বাংলাদেশি মারা গেছেন। এঁদের মধ্যে শুধু নিউইয়র্কেই মারা গেছেন ১৫২ জন।

প্রসঙ্গত, করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে, নিজগৃহে অবস্থান করেই সুস্থ ও নিরাপদ থাকা সম্ভব।

নিজস্ব প্রতিবেদক / অংকন বনিক জয়

অংকন বনিক:
Related Post