X

গণমাধ্যমের চিকিৎসাজ্ঞান, আর ভুক্তভোগী চিকিৎসক

সিলেটের সেরা কয়েকজন সার্জনের নাম বলা হলে প্রফেসর রফিকুস সালেহীন স্যারের নাম আসবেই। সেই সার্জনের বিপক্ষে এমন অভিযোগ!
‘ইউরিনারি ব্লাডারে প্লাস্টিকের পাইপ রেখে অপারেশনঃ চিকিৎসকের বিরুদ্ধে মামলা’

স্থানীয় থেকে জাতীয় – সব পত্রিকায় খবরটা চলে এসেছে।

একটু খবর নিলাম। যা ভেবেছিলাম তাই। স্টোন ছিলো প্যাশেন্টের। অপারেশনের পর দেয়া হয়েছিলো ‘ডিজে স্ট্যান্ট’।

থার্ড ইয়ারের স্টুডেন্টরাও জানে ‘ডিজে স্ট্যান্ট’ কী জিনিস। ইউরেটারে পাথর জমে যাতে অন্য কোনো কমপ্লিকেশন না হয় এজন্য দুইটা J (Double J / DJ) আকৃতির স্ট্যান্ট লাগিয়ে দেয়া হয় অপারেশনের পরে। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বেই এখন এটা ব্যবহার করা হয়।

এই ডিজে স্ট্যান্টকে পন্ডিতের দল মনে করেছে ‘প্লাস্টিকের পাইপ’। শিরোনাম হয়েছে ‘ভুলে পাইপ রেখে এসেছেন সার্জন’
পন্ডিতদের উষ্কানিতে মামলাও করে ফেলেছে পার্টি।
স্থানীয় একটি পত্রিকা স্যারের বিবৃতি ছাপলেও বাকি পত্রিকাগুলো তা ছাপানোর দরকার বোধ করেনি।

আদালত পর্যন্ত গড়াবে ব্যাপারটা এখন। সেখানে হয়তো নির্দোষ প্রমানিত হবেন স্যার। কিন্তু একজন খ্যাতিমান সার্জনের ক্যারিয়ারে বড় একটা প্রশ্নবোধক চিহ্ন এঁকে দেয়ার জন্য এরকম একটা খবরই যথেষ্ট। দোয়া করি, স্যারের ক্ষেত্রে এরকম কিছু না হোক।
কিন্তু যদি হয়?

[highlight]লেখকঃ আলিম আল রাজি[/highlight]

ফারহান রিজভী:

View Comments (1)

Related Post