X
    Categories: ভাবনা

ক্রিয়াঃপ্রতিক্রিয়া

” নিরাপদ কর্মস্থল চাই “

Sujan Dash Gupta

আমাদের কলেজ ( শজিমেক) এ মেয়েদের হোস্টেলে বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞান করে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। কিন্ত এটাকে তুচ্ছ বিচ্ছিন্ন ঘটনা হিসেবে নিয়ে কলেজ প্রশাসন চুপ ছিল। তাই নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোরর দাবিতে আমরা শনিবার থেকে ক্লাস বর্জন করেছি। আমাদের সাথে সংহতি জানিয়ে ইন্টার্নরাও কর্মবিরতি পালন করছেন। দুই দিন ধরে কলেজ ক্যাম্পাসে মিছিল, মানবন্ধন, অবস্থান ধর্মঘট চলছে। এত কিছুর পরেও প্রশাসন আমাদের দাবি মেটাতে কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছেনা। কলেজ প্রশাসনের সাথে বি এম এ ও আমাদের আশ্বাস দিয়ে যাচ্ছে। আর সময় চাচ্ছে। তাদের কথা শুনে মনে হয় তাদের কাছে আমাদের নিরাপত্তা চিন্তা করার মত কোন বিষয় না। সারা দেশে ডাক্তার দের উপর উপর্যুপরি হামলার অন্যতম কারন আমাদের প্রশাসনের এরকম বিমাতা সুলভ আচরন। উপরের মহলের পা চাটা আর দুর্নীতি নিয়েই তারা ব্যস্ত। আমরা আর উট পাখির জীবন চাইনা। তাই শজিমেকের সব শিক্ষার্থীরা দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। দরকার হলে কর্মসূচি আরো কঠোর হবে। তাই ডাক্তার স্টুডেন্ট ভাই বোনদের বলছি আর সহ্য না। আপনারাও রুখে দাড়ান। আপনাদেত নিরাপত্তা সহ অন্য ন্যায্য দাবি মেটাতে প্রশাসন কে অনবরত চাপ দিন। আমরা এক থাকলে ওরা নতি স্বীকার করতে বাধ্য। আমাদের পড়াশোনা ও কর্মস্থল একদিন নিরাপদ হবেই। তা আমাদের হাত দিয়েই…

ডক্টরস ডেস্ক: bddoctorsplatform@gmail.com
Related Post