X

কোভিড-১৯: ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ২ জন

৩১ মার্চ ২০২০: গত ২৪ ঘন্টায় বাংলাদেশে কোভিড-১৯ এ নতুন করে শনাক্ত হয়েছেন ২ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী ৫১ জন, মোট মৃতের সংখ্যা ৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২৫ জন।

আজ দুপুরে এক ভিডিও ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, নতুন শনাক্ত ২ জন রোগীই পুরুষ। তাদের মধ্যে একজন সৌদিআরব ফেরত, তার বয়স ৫৭ বছর। তিনি ডায়াবেটিসে ভুগছেন। অন্যজনের বয়স ৫৫ বছর, তারও ডায়াবেটিস আছে। তবে তিনি কিভাবে করোনায় আক্রান্ত হয়েছেন সে বিষয়ে এখনো জানা যায় নি।

গত ২৪ ঘন্টায় ১৪০ জনসহ এখন পর্যন্ত সর্বমোট ১৬০২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে বলেও তিনি জানান। দেশে বর্তমানে ৫৮ জন আইসোলেশনে আছেন।

এছাড়া, সম্প্রতি করোনার উপসর্গ নিয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের নমুনা পরীক্ষা করা হয়েছে। তারা কেউ কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন না।

Platform:
Related Post