X

কোভিড-১৯: ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৪ জন, ৩ জনের মৃত্যু

০৮ এপ্রিল ২০২০: গত ২৪ ঘন্টায় বাংলাদেশে কোভিড-১৯ এ নতুন করে শনাক্ত হয়েছেন ৫৪ জন, মৃত্যুবরণ করেছেন ৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী ২১৮ জন, মোট মৃতের সংখ্যা ২০ জন এবং সুস্থ হয়েছেন মোট ৩৩ জন।

দুপুর ০২.৩০ ঘটিকায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মিরজাদী সেব্রিনা ফ্লোরা।

নতুন শনাক্ত ৫৪ জন রোগীর ৩৩ জন পুরুষ ও ২১ জন নারী। তাদের মাঝে ৫ জন ১১-২০ বছর, ১৫ জন ২১-৩০ বছর, ১০ জন ৩১-৪০ বছর, ৭ জন ৪১-৫০ বছর, ৭ জন ৫১-৬০ বছর এবং ১০ জন রোগীর বয়স ৬১ বছরের ঊর্ধ্বে। নতুন শনাক্ত রোগীর ৩৯ জনই ঢাকার অধিবাসী।

গত ২৪ ঘন্টায় ঢাকায় ৫৬৩ এবং ঢাকার বাইরে ৪২৫ জনের, অর্থাৎ মোট ৯৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৯৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বাকিগুলো আজ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে আইইডিসিআর।

নিজস্ব প্রতিবেদক/সামিউন ফাতীহা

Platform:
Related Post