X

কোভিড-১৯: যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশী চিকিৎসকের মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ, ১৬ এপ্রিল, ২০২০:

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রাণ হারালেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী চিকিৎসক ডা. শামীম আল মামুন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

গত ১৪ এপ্রিল নিউইয়র্কের স্থানীয় সময় আনুমানিক রাত ৯:০৫ মিনিটে নর্থ শোর ইউনিভার্সিটি হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন নিউইয়র্কের বাঙালি কমিউনিটিতে অত্যন্ত পরিচিত মুখ।

ডা. শামীম আল মামুন সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের ১৪ তম ব্যাচের সাবেক ছাত্র। তিনি নিউ ইয়র্কের ব্রুকলিন হাসপাতালে মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। পরিবার-পরিজন নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের লংআইল্যান্ডে বসবাস করতেন।

তার মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীর শোক প্রকাশ করছে।

উল্লেখ্য, একই দিনে যুক্তরাষ্ট্রে আরো ছয় প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া করোনার বলি হয়ে এ নিয়ে পরপর তিনজন চিকিৎসক যুক্তরাষ্ট্রের মাটিতে প্রাণ হারালেন। গত ১৫ এপ্রিল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে সর্বমোট ১৪১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানা যায়।

নিজস্ব প্রতিবেদক/ আব্দু্ল্লাহ আল মারুফ

Publisher:
Related Post