X

কোভিড-১৯: বিস্তার রোধে পাশে এসে দাঁড়াল “এক টাকায় আহার”

১৯ মার্চ, ২০২০
সময়ের আতঙ্ক করোনা ভাইরাসের বিস্তার রোধে সোমবার (১৭ মার্চ) ৪৫ টি বাস এবং লেগুনাতে ঔষধ ছিটিয়েছে ‘এক টাকায় আহার’ সংগঠনের স্বেচ্ছাসেবকরা। অন্যকে বাঁচাতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন কর্মীরা।


মঙ্গলবার (১৮ মার্চ) থেকে তারা নামাজের আগে মসজিদগুলোতে জীবাণুনাশক ছিটিয়ে যাচ্ছেন। এছাড়া মসজিদের ঢোকার মুহূর্তে শরীরের তাপমাত্রা মেপে জ্বর থাকা নামাজীদের আলাদা করে নামাজের ব্যবস্থা করার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে স্বেচ্ছাসেবকরা।

ভয়কে জয় করার পাশাপাশি মানুষ পবিত্র জীবন অতিবাহিত করবে, এই তাদের কামনা।

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

Fahmida Hoque Miti:
Related Post