X

কোভিড-১৯: চট্টগ্রাম জেলায় আক্রান্ত ১৪, মৃত্যু ২

 প্ল্যাটফর্ম নিউজ,

মঙ্গলবার, ৪ই এপ্রিল,২০২০

বৈশ্বিক মহামারী করোনার ছোবল থেকে রক্ষা পায়নি বাংলাদেশও। আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে, বাড়ছে মৃতের সংখ্যা। চট্টগ্রাম সিভিল সার্জন গতকাল ১৩ই এপ্রিলের একটি বিজ্ঞপ্তিতে জানান, চট্টগ্রাম জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত রোগী আছেন ১৪ জন। যাদের মধ্যে ১৩জন পুরুষ এবং একজন নারী। সর্বাধিক সংখ্যক ৪জন রোগী ৪১-৫০ বছর বয়সসীমার মধ্যে। ২জন করে ত্রিশোর্ধ,পঞ্চাশোর্ধ এবং ষাটোর্ধ বয়সীদের মধ্যে এবং ১জন করে আছেন ১০বছরের নিম্নে, ১১-২০ ও ২১-৩০ বছর বয়সী। অন্যদিকে, কোভিড-১৯ এ মারা গেছেন ২ জন যাদের মধ্যে ১জন ষাটোর্ধ এবং ১জন শিশু রয়েছেন। এছাড়াও আইসোলেশনে আছেন ১২ জন। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফেরেননি কেউই।

 

গতকাল পর্যন্ত বাংলাদেশে শনাক্তকৃত মোট রোগীর সংখ্যা ৮০৩ জন। যার মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩৯ জন, সুস্থ হয়ে বাড়ি গেছেন ৪২ জন।

নিজস্ব প্রতিবেদক/ নাহিদা হিরা

জামিল সিদ্দিকী: A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.
Related Post