X
    Categories: COVID-19

কোভিড-১৯: নতুন ১ জনসহ কুমিল্লা জেলায় সর্বমোট করোনা শনাক্ত ৩৬ জন

প্ল্যাটফর্ম নিউজ,
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

গত ২৪ ঘন্টায় কুমিল্লা জেলায় আরো একজনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। নতুন আক্রান্ত ব্যক্তি বরুড়ার বাসিন্দা। কুমিল্লা জেলায় এখন পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছে মোট ৩৬ জনের। আক্রান্তদের মধ্যে ১ জন মারা গেছেন, তিনি দেবিদ্বারের বাসিন্দা ছিলেন।

কুমিল্লার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়,

করোনা শনাক্ত হওয়া ৩৬ জনের উপজেলা ভিত্তিক সংখ্যা হচ্ছে- তিতাস ৮ জন, দাউদকান্দি ৮ জন, দেবিদ্বার ১ জন, মেঘনা ১ জন, বুড়িচং ৭ জন, বরুড়া ২ জন, চান্দিনা ৪ জন, ব্রাহ্মণপাড়া ১ জন, সদর দক্ষিণ ১ জন, হোমনা ১ জন, চৌদ্দগ্রাম ১ জন এবং লাকসাম ১ জন৷

প্রসঙ্গত, কুমিল্লার নতুন নতুন উপজেলায় দিনদিন করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। তাই করোনা সংক্রমণ রোধে জনগণকে ঘর থেকে বের না হওয়ার জন্য জোর অনুরোধ জানান কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মহোদয়।

করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে, নিজগৃহে অবস্থান করেই সুস্থ ও নিরাপদ থাকা সম্ভব।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

অংকন বনিক:
Related Post