X

কোভিড-১৯: দেশের ২২টি জেলায় করোনার ভয়াল থাবা

শনিবার, ১১ এপ্রিল, ২০২০

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা ১.৫ মিলিয়ন ছাড়িয়েছে। বাংলাদেশও ইতোমধ্যে করোনায় ভয়াল থাবায় আক্রান্ত।

 

রাজধানী ঢাকাসহ ২২ জেলায় ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ। ঢাকা মহানগরী এবং ঢাকা জেলা ছাড়াও এরমধ্যে আরো ২১টি জেলায় করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে। তবে ঢাকায় সংক্রমণ অন্যান্য জেলার তুলনায় তুলনামূলক বেশি। ঢাকা জেলার বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত মোট ২০৯ জন আক্রান্ত হয়েছে। ঢাকার বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নারায়ণগঞ্জ জেলায়। এই জেলাটিকে ‘করোনার হটস্পট’ হিসেবে ঘোষণা করা হয়েছে কয়েকদিন আগেই। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত জেলাটিতে আক্রান্তের সংখ্যা ৫৯ জন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর ভাষ্যমতে, ৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত মোট ৩৩০ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। IEDCR এর তথ্য অনুযায়ী, ঢাকা ছাড়া করোনায় আক্রান্ত অন্যান্য জেলার তালিকায় আছে: গাজীপুর, জামালপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, টাঙ্গাইল, শরীয়তপুর, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, মৌলভীবাজার, সিলেট, রংপুর, গাইবান্ধা, নীলফামারি, চুয়াডাঙ্গা ও ময়মনসিংহ। ঢাকা শহরে মোট ৬১টি এলাকার মানুষ আক্রান্ত হয়েছে। ১০ জন বা তার বেশি আক্রান্ত হয়েছে ধানমন্ডি, ওয়ারি, বাসাবো, উত্তরা ও মিরপুর-১ এ। আলোচিত টোলারবাগে আক্রান্ত হয়েছে ৮ জন। নারায়ণগঞ্জের বাইরে মাদারীপুর, চট্টগ্রাম ও গাইবান্ধায় রোগী বেশি। ৯ মার্চ পর্যন্ত এই তিন জেলায় করোনা শনাক্তকৃত রোগীর সংখ্যা যথাক্রমে ১১, ৯ ও ৮ জন।

করোনা প্রতিরোধে নিজ নিজ জায়গা থেকে সকলে সতর্ক হোন, অপরকেও সতর্ক করুন। এ রোগের কোনো উপসর্গ যেমন জ্বর, গলাব্যথা, শুকনো কাশি, শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের সঙ্গে কাশি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জনবহুল স্থানে চলাফেরার সময় মাস্ক ব্যবহার করতে হবে। বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে এবং খাবার আগে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। আতঙ্ক নয়, সচেতন হোন; সুস্থ ও নিরাপদে থাকুন।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

জামিল সিদ্দিকী: A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.
Related Post