X

কোভিড-১৯ চিকিৎসায় ফেনীতে চালু হচ্ছে হাই ফ্লো অক্সিজেন সেবা

প্ল্যাটফর্ম নিউজ, ১১ জুন, ২০২০, বৃহস্পতিবার

কোভিড-১৯ চিকিৎসায় ফেনী জেনারেল হাসপাতালের পর বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর উদ্যোগে ফেনীর সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত হচ্ছে হাই ফ্লো অক্সিজেন ব্যবস্থা।

বিএমএ এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ জুনের মধ্যে জেলার সবগুলো স্বাস্থ্য কমপ্লেক্স হাই ফ্লো অক্সিজেন ব্যবস্থা সেবা প্রদান উপযোগী হবে। আরও জানা যায়, ফেনী জেনারেল হাসপাতালের আইসিইউ ও সিসিইউ ইউনিটে ৪০ শয্যা হাই ফ্লো অক্সিজেন সেবা নিশ্চিতে ১০টি ম্যানিফোল্ড অক্সিজেন সিলিন্ডার, ২টি হাই ফ্লো অক্সিজেন ন্যাজাল ক্যানুলা, ৪০টি অক্সি-মিটার এবং বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ১০টি বেড সাইড অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।

হাই ফ্লো অক্সিজেন সেবা প্রদানে বিএমএর পক্ষ হতে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। করোনায় শ্বাসকষ্ট যাদের হচ্ছে তাদের বাঁচাতে হাই ফ্লো অক্সিজেন মূখ্য ভূমিকা পালন করবে।

Tahsin Labiba Tanha:
Related Post