X

কোভিড-১৯: গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ২জন শনাক্ত, সুস্থ ২ জন

প্ল্যাটফর্ম নিউজ

শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

গত ২৪ ঘন্টায় কুমিল্লায় দুইজনের দেহে করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত করা হয়েছে৷ নতুন ২ জন লাকসাম উপজেলার বাসিন্দা, এই নিয়ে লাকসামে মোট বেড়ে দাড়ালো ৪জন৷ আজকের ২জন সহ কুমিল্লা জেলায় মোট করোনা ভাইরাস দ্বারা রোগ কোভিড-১৯ এ আক্রান্ত মোট ৪৬ জন ও মৃত্যুর সংখ্যা ৩জন৷ কুমিল্লায় কোভিড-১৯ এ আক্রান্তদের মধ্যে আজকে সর্বপ্রথম সুস্থ হওয়ার সংবাদ জানা গেল৷ আজকে যে দুইজন সুস্থ হয়েছেন যারা তিতাস উপজেলার বাসিন্দা। কুমিল্লার মধ্যে তিতাস উপজেলায় এখন পর্যন্ত সর্বোচ্চ ৯জন শনাক্ত হয়েছে, যারমধ্যে দুইজন সুস্থ হলো।

কুমিল্লা জেলায় বর্তমানে ১২৫৩ জন হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে আছেন। সর্বমোট ৫২৬৯ জন কোয়ারান্টাইনের মধ্যে ৩০১৭ জনকে কোয়ারান্টাইন শেষে ইতিমধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে৷ এই পর্যন্ত কুমিল্লা জেলায় যে ৪৬ জন করোনা রোগে আক্রান্ত হলেন তাদের উপজেলা ভিত্তিক সংখ্যা হচ্ছেঃ তিতাস ৯ জন, দাউদকান্দি ৮ জন, দেবিদ্বার ৪ জন, বুড়িচং ৬ জন, বরুড়া ২ জন, চান্দিনা ৪ জন, ব্রাহ্মনপাড়া ১ জন, সদর দক্ষিন ২ জন, হোমনা ১ জন, চৌদ্দগ্রাম ১ জন, মেঘনা ১ জন, লাকসাম ৪ জন, মুরাদনগর ২ জন, মনোহরগঞ্জ ১ জন৷

তথ্যসূত্রঃ সিভিল সার্জন কার্যালয়, কুমিল্লা

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ মো. সাখাওয়াত হোসেন

জামিল সিদ্দিকী: A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.
Related Post