X

কোভিড-১৯ এ সংক্রমিত হয়ে সৌদি আরবে পঞ্চম প্রবাসী বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২০ জুন, ২০২০

করোনা মহামারীতে শহীদ হলেন আরেকজন প্রবাসী বাংলাদেশি চিকিৎসক। এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন ডা. মোহাম্মদ শফিউল্লাহ (রনক)। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তিনি সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে রিয়াদে অবস্থিত কিং ফাহাদ হাসপাতালে সিনিয়র মেডিসিন কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি প্রথমে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীনে জেনারেল প্র্যাক্টিশনার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। পরে তিনি MRCP (UK) এবং FRCP ডিগ্রী অর্জন করেন এবং কনসালটেন্ট হিসেবে যোগদান করেন। তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ২৪ তম ব্যাচের ছাত্র ছিলেন। ১৯৮৫ সালে রাজধানী ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি।

করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবের রিয়াদস্থ আবদুর রহমান হাসপাতালের ICU তে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (১৯ জুন) রাত ৯ ঘটিকায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

অংকন বনিক:
Related Post