X

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এবার প্রাণ হারালেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যাপিকা

ছবিঃ শোক সংবাদ।

প্ল্যাটফর্ম নিউজ, ৯ সেপ্টেম্বর, ২০২০, বুধবার

মহামারীত করোনা যুদ্ধে হেরে শহীদদের সাথে যুক্ত হলেন  আরোও একজন চিকিৎসক। এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বাংলাদেশের প্রখ্যাত লোকসেবী চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যাপিকা ডা. সুরাইয়া রওশন আরা রাস্না (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন) গত ৮ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল ৭.৩০ ঘটিকায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ছবিঃ শোক সংবাদ।

তিনি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে  চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে  গতকাল  ৭.৩০ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।  

অধ্যাপক ডা. সুরাইয়া রওশন আরা রাস্না ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের ১৫ তম ব্যাচের একজন মেধাবী ছাত্রী। তিনি বিরিশিরিস্থ প্রবীণ শিক্ষাবিদ আব্দুস সোবহান তালুকদার সাহেবের কন্যা এবং উনার স্বামী মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.
শফিকুল ইসলাম (ম-১১) চক্ষু বিভাগ, বিএসএমএমইউ তে কর্মরত রয়েছেন। তিনিও কোভিড ১৯ এ আক্রান্ত। ডা. সুরাইয়া রওশন আরা এবং ডা. শফিকুল ইসলাম উভয়েই ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন। 

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

Sadia Kabir:
Related Post