X

কোভিড-১৯: আরো ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪১ জন

৭ এপ্রিল ২০২০: গত ২৪ ঘন্টায় বাংলাদেশে কোভিড-১৯ এ নতুন করে শনাক্ত হয়েছেন ৪১ জন, মৃত্যুবরণ করেছেন ৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী ১৬৪ জন, মোট মৃতের সংখ্যা ১৭ জন এবং সুস্থ হয়েছেন মোট ৩৩ জন।

দুপুর ০২.০০ ঘটিকায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মিরজাদী সেব্রিনা ফ্লোরা।

২৪ ঘণ্টায় মৃত ৫ জন রোগীর ৪ জন ছিলেন পুরুষ, ১ জন নারী। এদের মধ্যে ৪ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি এবং ১ জনের বয়স ছিল ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। তাদের ১ জন ঢাকার ও ৪ জন অন্য অঞ্চলের অধিবাসী ছিলেন।

নতুন শনাক্ত ৪১ জন রোগীর ২৮ জন পুরুষ ও ১৩ জন নারী। তাদের মাঝে ১ জনের বয়স ১০ বছরের কম, ৩ জন ১১-২০ বছর, ১০ জন ২১-৩০ বছর, ৫ জন ৩১-৪০ বছর, ৯ জন ৪১-৫০ বছর, ৭ জন ৫১-৬০ বছর এবং ৫ জন রোগীর বয়স ৬১ বছরের ঊর্ধ্বে। নতুন শনাক্ত রোগীর ২০ জনই ঢাকার অধিবাসী। এছাড়া নারায়ণগঞ্জে ১৫ জন, এবং কুমিল্লা, কেরানীগঞ্জ ও চট্টগ্রামে ১ জন করে শনাক্ত হয়েছেন।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর ও অন্যান্য হাসপাতালে মোট ৭৯২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক/সামিউন ফাতীহা

Platform:
Related Post