X

কোভিড-১৯: আরো ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬ জন, ৯ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

২৪ মার্চ ২০২০: বাংলাদেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরো একজন রোগী। নতুন শনাক্ত হলেন আরো ৬ জন। এ নিয়ে কোভিড-১৯ এ দেশে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯ জনে এবং মোট মৃতের সংখ্যা ৪ জন।

বিকাল ০৩.০০ ঘটিকায় এক ভিডিও ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি আরো জানান, নতুন আক্রান্ত ৬ জনের মধ্যে ১ জন বিদেশফেরত, ৪ জন অন্য রোগীর সংস্পর্শে ছিলেন এবং অপর ১ জনের সংক্রমণের উৎস সম্পর্কে সম্পূর্ণ তথ্য এখনো নিশ্চিত জানা যায় নি। বর্তমানে দেশে আইসোলেশনে আছেন ৪০ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৬ জন।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কুল কলেজ সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩১ মার্চের পরিবর্তে ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

Platform:
Related Post