X

কোভিড-১৯ঃ বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ছাড়ালো চার লাখ

প্ল্যাটফর্ম  নিউজ, ৭ জুন ২০২০, রবিবার

সারাবিশ্বে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারি  কোভিড-১৯ এ  মৃতের সংখ্যা ছাড়িয়েছে চার লাখ। বাংলাদেশ সময় ৭ জুন রবিবার সকাল ৮টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে,

করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৬৯ লাখ ৭৩ হাজার ৪২৭। এর মধ্যে চার লাখ দুই হাজার ৪৯ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৩৪ লাখ ১১ হাজার ১১৮ জন।”

ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৮৮ হাজার ৫৪৪। মৃত্যু হয়েছে এক লাখ ১২ হাজার ৯৬ জনের।

উল্লেখ্য,২০১৯ সালের ডিসেম্বরে চীনের  উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গিয়েছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ এখনো বেড়েই চলেছে।

Anisur Riad:
Related Post