X

কৃতজ্ঞতার রকমফের – ইংল্যান্ড – বাংলাদেশ

৩১ মার্চ ২০২০:

ডা. সাইফুল ইসলাম
ওমান প্রবাসী চিকিৎসক
রয়াল কলেজ অফ ফিজিসিয়ান্স এর শিক্ষার্থী

ইংল্যান্ডঃ
২৬ তারিখ রাত আটটায় দেশের সাধারন নাগরিক, সংসদ সদস্য থেকে প্রধানমন্ত্রী সবাই একসাথে বাড়ির বাইরে এসে হাত তালি দিয়ে ডাক্তার নার্সদের উৎসাহ প্রদান করেন।

একজন লোক নিজ উদ্যোগে সকল ডাক্তার নার্সদের জন্যে ফ্রি খাবার রান্না করে বিভিন্ন হাসপাতালে পৌঁছে দিচ্ছেন। তিনি আবেদন করেন তার ওয়েবসাইটে যার যা সাধ্য সাহায্য করতে। একদিনের ভিতর এতো মানুষ সেই ওয়েবসাইটে ঢুকেছেন ডোনেশন দিতে, যে ওয়েবসাইট ডাউন হয়ে গেছে।

বড় বড় সুপারশপগুলোতে ডাক্তার নার্সদের জন্যে স্পেশাল শপিং আওয়ার এবং স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করা হয়েছে।

বিশ্ববিখ্যাত কফিশপ স্টারবাকস তাদের সব আউটলেটে ডাক্তার নার্সদের জন্যে ফ্রি কফির ব্যবস্থা করেছে।

ব্যাপারটা এমন না যে এখানে ডাক্তারদের বাজার করার টাকা নাই কিংবা কফি কিনে খাবার সামর্থ্য নাই। এরা এসব করছে কৃতজ্ঞতা প্রকাশ করতে, সম্মান জানাতে। সর্বোপরি আরো পরিশ্রম করার জন্যে উৎসাহ দিতে।

গতকাল একজন ডাক্তার করোনায় মারা গেছেন। আজ প্রায় সব কটি পত্রিকার প্রথম পাতায় বিশাল বড় ছবি সহ তাঁকে নিয়ে ফিচার করেছে। টিভিতে প্রতি ঘন্টায় ঘন্টায় তাঁকে নিয়ে কথা বলছে, কৃতজ্ঞতা জানাচ্ছে, পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।

বাংলাদেশঃ

টিভি অনুষ্ঠানে আগত এক অতিথি চিকিৎসক কথা প্রসঙ্গে বললেনঃ দেখুন এই পরিস্থিতিতে ডাক্তাররা যাতে মনোবল না হারায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে কিছুদিন আগে ডেংগুতে প্রায় ১৫-২০ জন ডাক্তার মারা গেল রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কোন স্বীকৃতি দেয়া হয় নি। তাদের পরিবারের জন্যে রাষ্ট্র কিছু করে নি।

উপস্থাপিকাঃ মানলাম ডাক্তাররা অনেক কাজ করে, কিন্তু দেখেন সারা দেশে অনেক মানুষ রোজ রাস্তাঘাটের ময়লা পরিষ্কার করে। রাষ্ট্রীয়ভাবে তাদেরও তো কোন স্বীকৃতি দেয়া হয়নি?

সমাজের অব্যবস্থাপনা আর ব্যর্থতার কারণে দেখা দেয়া একটা মহামারী ঠেকাতে গিয়ে দিনের মধ্যে টানা ১২-১৩ ঘন্টা এক নাগাড়ে হাসপাতালে কাজ করে যখন ১৫-২০ জন চিকিৎসক জীবন হারান, তখন তাদের এই আত্মত্যাগের মূল্য বাংলাদেশি সাংবাদিকের কাছে শহরের ময়লা আবর্জনা পরিষ্কার করার সমান।

অকৃতজ্ঞতা লেভেলঃ বাংলাদেশি।

Platform:
Related Post