X

কুমিল্লায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা প্রায় আট হাজার

প্ল্যাটফর্ম নিউজ, ০২ নভেম্বর ২০২০, সোমবার

গতকাল রবিবার (০১ নভেম্বর, ২০২০) জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, এই পর্যন্ত জেলায় মোট করোনা ভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা ৭ হাজার নয়শত ৭২ জন। রবিবার নতুন ৫৭ জন করোনায় আক্রান্তের তথ্য দেয়া হয় এই দফতর থেকে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, কুমিল্লাতে করোনার সংক্রমণ হার আগের তুলনায় কিছুটা কমেছে।

আশার বিষয় এই যে, দেশের অন্যতম করোনাভাইরাসের হটস্পট কুমিল্লায় করোনা ভাইরাস থেকে গত রবিবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ হাজার ৯০ জন এবং সুস্থতার হার ৮৮.৯৪%।  তবে রবিবার পর্যন্ত সরকারি হিসেবে কুমিল্লা জেলায় মোট মৃত্যুবরণ করেছেন ২২৩ জন।

সিভিল সার্জন সূত্র থেকে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ১২ জন, মুরাদনগর সদর উপজেলায় ২৬ জন, বুড়িচং উপজেলায় ০৪ জন, দেবিদ্বার উপজেলায় ০২ জন, আদর্শ সদর উপজেলায় ০২ জন, মেঘনা উপজেলায় ০২ জন ও তিতাস উপজেলায় ০৯ জন সহ মোট ৫৭ জন এর শরীরে করোনা (কোভিড-১৯) শনাক্ত হয়।

তবে গতকাল জেলায় কোন মৃত্যুর খবর পাওয়া যায় নি।

তথ্যসূত্র: সিভিল সার্জন কার্যালয়, কুমিল্লা।  

 

Gazi Abdullah Al Mamun:
Related Post