X

কিংবদন্তি তুল্য মেডিসিন বিশেষজ্ঞের প্রয়াণ

প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ৩০ মে, ২০২১

দিনদিন করোনা মহামারীর এই দুর্যোগপূর্ণ সময়ে চিকিৎসকদের মৃত্যুর মিছিল বেড়েই চলেছে।
এবার মৃত্যুবরণ করলেন কুমিল্লার প্রবীণ মেডিসিন বিশেষজ্ঞ ডা. এম এস আলম। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রবীণ মেডিসিন বিশেষজ্ঞ ডা. এম এস আলম, ১৯৬৭ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও স্বাধীনতার পর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস (বিসিপিএস) থেকে ২য় ব্যাচে এফসিপিএস ডিগ্রি লাভ করেন।

তিনি কুমিল্লার বিভিন্ন সরকারি হাসপাতালে দায়িত্ব পালন শেষে কুমিল্লা সদর হাসপাতাল থেকে সিনিয়র কনসালটেন্ট হিসেবে অবসর গ্রহণ করেন। চিকিৎসা সেবার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। রোগী কল্যাণ পরিষদ কুমিল্লার আজীবন সদস্য, কুমিল্লাস্থ চট্টগ্রাম সমিতির উপদেষ্টা পরিষদের সভাপতি ছিলেন।

ডা. এম এস আলম, কুমিল্লা বিএমএ’র সায়েন্টফিক কমিটির দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি সমানতালে কাজ করেছিলেন প্রকাশনা কমিটিতে। চিকিৎসা সেবায় তাঁর অনস্বীকার্য অবদানের জন্য ২০১৭ সালে তাকে ‘গুণীজন সম্মাননা’ প্রদান করে কুমিল্লা বিএমএ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

কিডনি রোগজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (২৮ মে) সকাল ৭ ঘটিকায় কুমিল্লার সিডি প্যাথ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

অংকন বনিক:
Related Post