X

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত

প্ল্যাটফর্ম নিউজ

রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

দেশের সব জেলায় করোনার সংক্রমণ দিন দিন বেড়েই চলছে। এই সংক্রমণের শীর্ষে রয়েছে ঢাকার নারায়ণগঞ্জ এরই সাথে সংক্রমণের নতুন উপকেন্দ্র হিসেবে যুক্ত হতে যাচ্ছে গাজীপুর জেলা। দেশে শনাক্ত হওয়া ৫ দশমিক ২১ শতাংশ গাজীপুরের বাসিন্দা। এক সপ্তাহের মধ্যেই এ জেলায় শনাক্ত রোগী বেড়েছে প্রায় ১৪ গুণ। নতুনভাবে গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ জন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন।

এদের মধ্যে শনিবার ১৭ জন ও গত বুধবার রাতে প্রকাশিত রিপোর্টে ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবদুর রহমানের তথ্যমতে, হাসপাতালের আক্রান্তদের স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে নার্সিং কলেজে আইসোলেশন ইউনিট স্থাপন করে আজ (রবিবার) থেকে রাখার ব্যবস্থা করা হয়েছে। এ পর্যন্ত কাপাসিয়া উপজেলায় ৬২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা জানান,

“উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র ও বেসরকারি হাসপাতালগুলোতে করোনা ইউনিট স্থাপন করে আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।”

নিজস্ব প্রতিবেদক/ মাশতুরা জান্নাত মৃদুলা

Rapid News:
Related Post