X

কাউন্সেলিং টেবিলের গল্প  || পর্ব : ১৫

প্ল্যাটফর্ম নিউজ, ৩ ডিসেম্বর ২০২০, রবিবার

অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া
চিকিৎসক, কাউন্সিলর,
সাইকোথেরাপি প্র্যাকটিশনার,
ফিনিক্স ওয়েলনেস সেন্টার, বাংলাদেশ।

ছোটবেলাকার প্রেম, তারপর বিয়ে। সামাজিক আড্ডায়, অর্থনৈতিক স্বচ্ছলতায় সুখী পরিবার। দুজনেই বয়স ৪০ পেরিয়েছে। এর মধ্যেই একদিন আবিষ্কৃত হয় একজনের মেসেঞ্জারে অন্যরকম মেসেজ। যিনি দেখলেন তিনি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে চিল্লাচিল্লি না করে জীবনসঙ্গীর কাছ থেকে খোলাখুলি বিষয়টা জানতে ও বুঝতে চাইলেন। পার্টনার একে মুহূর্তের অসর্তকতা বলে তাদের দীর্ঘমেয়াদী বন্ধুত্বের দাবীতে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বললেন। অন্যজন উদারচিত্তে এই সাময়িক অপ্রাসঙ্গিক পদস্খলন মেনে নিলেন।
বাইরের কেউ কিছুই বুঝলো না।

এর কিছুদিন পর আবার মেসেজ এলো। এবারও পার্টনার বাথরুমে। মানুষটি আমাকে বললেন, “আমি কি প্রথমবার সুযোগ দিয়েছিলাম বলেই ও দ্বিতীয়বার একই ভুলটি করলো?”

এরপর সেই কাউন্সেলিং টেবিলের গল্প-

ছবি : কাউন্সেলিং টেবিলের গল্প

Cheating is a choice, not a mistake.
এখন মানুষের অভিধানে চিটিং এর ডেফিনেশন কি?
উনার সাথে যা হয়েছে সেটা উনার সঙ্গীর সাথে হলে উনি কি মেনে নিতে পারবেন?

যারা অন্যকে সম্মান করে তাদের জন্য অনেক ভালোবাসা।

Firdaus Alam:
Related Post