X

করোনা ভাইরাস ছড়াতে পারে সংক্রমিত ব্যক্তির মলের মাধ্যমে

লিখেছেন অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

২১ ফেব্রুয়ারি,২০২০

নতুন গবেষণায় জানা গেছে করোনা ভাইরাস ছড়াতে পারে সংক্রমিত ব্যক্তির মলের মাধ্যমেও!

চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন বলছেন এ কথা। যাদের দেহে এই সংক্রমণ প্রমানিত, নভেল করোনা ভাইরাস (এ কে এ, নভেল সি ও ভি আই ডি ১৯) এদের মলে পাওয়া গেছে জীবন্ত ভাইরাস । ঘনিষ্ঠ সংসর্গে ছড়ানো ছাড়াও ও এটি ছড়াতে পারে মলে মাধ্যমে (fecal oral route)। সংক্রমিত লোক হাত ভাল করে না ধুলে COVID-19 ছড়াতে পারে ব্যক্তি থেকে ব্যক্তিতে। হেপাটাই টি স, কলেরা আর পেটের অসুখ যে ভাইরাস ছড়ায় এগুলো এভাবে সম্প্রচার হয়। আরেকটি অনুসন্ধানে দেখা গেছে মলাশয় সোয়াব হল
COVID-19 শ্রেষ্ঠ উপায়। গবেষকরা দেখেছেন, মুখগহ্বর থেকে নেয়া নমুনা নেগেটিভ হলেও মলদবারের নেওয়া সোয়াব চিহ্নিত করতে পারে ভাইরাস । এমন ফলাফল থেকে বোঝা যায় কেন COVID-19 এত দ্রুত ছড়ায়। ভাইরাসের বিস্তারের নানা পথ আছে তবে এ টি অংশত প্রমান করে ব্যপার টা কেন এটি এত দ্রুত ছড়ায়। তাই হ্যান্ড হাইজিন ঠিক ঠাক মেনে চললে রোগ প্রতিরোধ করা যাবে।

Publisher:
Related Post