X

করোনায় প্রাণ হারালেন স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ জুলাই, ২০২১, শুক্রবার

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. মো: এমদাদুল হক (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। আজ ২৩ জুলাই, ২০২১, শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি করোনা আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। পরে আজ ভোর ৪ টার সময় কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ডা. মো: এমদাদুল হক রংপুর মেডিকেল কলেজের ৭ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। তাঁর বাসস্থান ছিলো যশোর জেলায়। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি বিএমএ যশোরের সাবেক সেক্রেটারী এবং ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোরের সাবেক সাধারণ সম্পাদক পদেও নিযুক্ত ছিলেন। তিনি ল্যাবস্ক্যান মেডিকেল সার্ভিসেস সেন্টারের চেয়ারম্যান পদে নিয়োজিত ছিলেন। মৃত্যুপূর্বে তাঁর বয়স ছিলো ৬৩ বছর।

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

Sadia Kabir:
Related Post