X

“করোনা থেকে সেরে উঠলেও আবার আক্রান্ত হতে পারে” : বিশ্বস্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম নিউজ
মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ

কোভিড-১৯ আক্রান্ত সকল ব্যক্তির শরীরে পরবর্তীতে সংক্রমণ প্রতিরোধে সক্ষম এমন কোন এন্টিবডি তৈরি হয় না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ব্যাপারটি নিশ্চিত করে। তাই করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার পরও পুনরায় সংক্রমিত হওয়ার ঝুঁকি থেকে যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরকোভ জানান,
সাইহাই-এ একটি প্রাথমিক গবেষণায় দেখা গেছে কোভিড ১৯ আক্রান্ত কিছু রোগীদের ক্ষেত্রে কোন নির্দিষ্ট এন্টিবডি পাওয়া যায় নি, আবার অন্যান্যদের ক্ষেত্রে অনেক ভাল এন্টিবডি রেসপন্স পাওয়া গেছে।

বর্তমানে ১.৮৭ মিলিয়ন কোভিড-১৯ আক্রান্ত রোগীর মধ্যে ৩ লক্ষ সুস্থ হয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিচালক ডা. মাইকেল রায়ান জানান, একজন কোভিড-১৯ টেস্ট নেগেটিভ হওয়া রোগীর শরীরে করোনা ভাইরাস আবার সক্রিয় হতে পারে কিনা তা এখনও নিশ্চিতভাবে জানা যায় নি। একই ভাইরাস সক্রিয় হওয়ার কারণে সুস্থ হওয়া কোন ব্যক্তি পুনরায় সংক্রমিত হতে পারে অথবা অন্য কোন ভাইরাস আক্রান্ত হতে পারে। এর অনেক কারণ রয়েছে। ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে অনেক পরিস্থিতিতে আক্রান্ত ব্যক্তির শরীরে ভাইরাসটি থেকে যেতে পারে। এছাড়াও কোভিড-১৯ আক্রান্ত কোন ব্যক্তি সুস্থ হওয়ার পর ব্যাক্টেরিয়া জনিত রোগে (Secondary Bacterial Infection) ও আক্রান্ত হতে পারেন বলে জানা যায়।

তথ্যসূত্রঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিজস্ব প্রতিবেদক
সুবহে জামিল সুবাহ

হৃদিতা রোশনী:
Related Post