X

করোনা আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়ালো যুক্তরাষ্ট্রে

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুলাই ২০২০, বৃহস্পতিবার

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ যুক্তরাষ্ট্র। অন্য যেকোন দেশ থেকে আমেরিকায় শনাক্ত ও মৃতের সংখ্যা অনেক বেশি।

যুক্তরাষ্ট্রে একদিনে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা আবারও আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ৭ জুলাই, মঙ্গলবার নতুন শনাক্ত হয়েছে ৬০ হাজার ২০৯ জন।যুক্তরাষ্ট্রে তার আগে গত ২ জুলাই একদিনে সর্বোচ্চ ৫৫,২২০ জনের শরীরে এই প্রাণঘাতিভাইরাসটি শনাক্ত হয়েছিল। ইতোমধ্যে মৃতের সংখ্যা ১৩১,০০০ পার হয়েছে দেশটিতে।

বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সখ্যায় যে কোনও দেশের চেয়ে উপরে আছে যুক্তরাষ্ট্র।

গত দুই সপ্তাহের ওয়ার্ল্ডোমিটারের তথ্য বিশ্লেষণ করে বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের ৪২টি অঙ্গ রাজ্যে কোভিড-১৯ এর নতুন সংক্রমণ বাড়ছে, মঙ্গলবার বিকালের মধ্যে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে যায়।

তথ্যসূত্র: ওয়ার্ল্ডোমিটার ও রয়টার্স

Gazi Abdullah Al Mamun:
Related Post