X

করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ হাজার ছাড়ালো কুমিল্লায়

প্ল্যাটফর্ম নিউজ, ৫ আগষ্ট ২০২০, বুধবার

গত মঙ্গলবার (৪ আগষ্ট) জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, এ পর্যন্ত জেলায় মোট করোনা ভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৬ শত ২৪ জন। মঙ্গলবারেও নতুন ৩০ জন করোনায় আক্রান্তের তথ্য দেয়া হয় এই দফতর থেকে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, কুমিল্লাতে করোনার সংক্রমণ হার আগের তুলনায় কিছুটা কমেছে।

আশার বিষয় এই যে, দেশের অন্যতম করোনাভাইরাসের হটস্পট কুমিল্লায় করোনা ভাইরাস থেকে গত মঙ্গলবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৮১ জন এবং সুস্থতার হার ৭২.৫৬%। তবে মঙ্গলবার পর্যন্ত সরকারি হিসেবে কুমিল্লা জেলায় মৃত্যুবরণ করেছেন ১৪৮ জন।

করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী জানান,

“জেলায় এখন সংক্রমণ এবং মৃত্যু হার দুটোই কম। তবে আশংকার বিষয় এখন কুমিল্লায় করোনা নমুনা পরীক্ষায় আগ্রহীর সংখ্যা কমে গেছে। কিছুদিন আগেও অনেকে স্বেচ্ছায় নমুনা পরীক্ষা করতো যা এখন আর হচ্ছে না। তাই সংক্রমণ সম্পর্কে পরিষ্কার তথ্য পাওয়াটা দুষ্কর হয়ে গেছে। তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় কুমিল্লার অবস্থা ভালোর দিকে।”

তথ্যসূত্র: সিভিল সার্জন কার্যালয়, কুমিল্লা

Gazi Abdullah Al Mamun:
Related Post