X

করোনা আউটব্রেক মোকাবেলায় বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবকদের অভিবাদন

১৮.০৩.২০২০

চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া কোভিড-১৯ এখন মহামারীর রুপ নিয়েছে। এর সংক্রমণ রোধ করতে আয়োজনের কমতি নেই কিন্ত তবুও মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত করে ফেলছে দিনদিন।কোভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সমস্বরে অভিবাদন জানাচ্ছেন ইতালি,স্পেন এবং পর্তুগাল এর নাগরিকরা।

কোয়ারেন্টাইনে থাকা ইতালীয় নাগরিকরা নিজ বেলকনি থেকেই একে অন্যের দিকে হাত নাড়িয়ে,গান গেয়ে, মিউজিক বাজিয়েই তাদের ডাক্তার, নার্স সহ সকল স্বাস্থ্যকর্মীর প্রতি শুভকামনা জানান।এসময় তারা স্লোগান দেন ‘সবকিছু ঠিক হয়ে যাবে’।

‘ভিভা লস মেডিকোস’ এই স্লোগানে মুখরিত স্পেন করতালির মাধ্যমে তাদের আস্থা ও ভালবাসা প্রকাশ করে।

অপরদিকে, নিরলস পরিশ্রম করা স্বাস্থ্যকর্মীদের ট্রিবিউট দিতে পুরো পর্তুগাল জমায়েত হয় নিজের বেলকনিতে করতালি এবং দাঁড়িয়ে উঠে অভ্যর্থনা জানান।
এছাড়াও ফেসবুক,টুইটারসহ বিভিন্ন যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ছে এমন কৃতজ্ঞতা সম্বলিত পোস্ট, ভিডিও।

নিজস্ব প্রতিবেদক

Publisher:
Related Post