X

করোনায় চক্ষু বিশেষজ্ঞ ওএসবির সদস্যের মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ, ১ ডিসেম্বর, ২০২০, মঙ্গলবার

মহামারী করোনা যুদ্ধে হেরে শহীদদের সাথে যুক্ত হলেন বাংলাদেশের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ এবং ওএসবি-এর আজীবন সদস্য ডা. সৈয়দা নুসরাত পারভিন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। গত ২৮ নভেম্বর, শনিবার রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ছবিঃ শোক সংবাদ।

তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ছিলেন। পরবর্তীতে রাতে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি বাংলাদেশে কোভিড-১৯ এ আক্রান্ত সপ্তম শহীদ চক্ষু বিশেষজ্ঞ।

চক্ষু বিশেষজ্ঞ ডা. সৈয়দা নুসরাত পারভিন রংপুর মেডিকেল কলেজের ৫ম ব্যাচের ছাত্রী ছিলেন। তিনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালের প্রাক্তন চক্ষু বিশেষজ্ঞ ছিলেন। মৃত্যুপূর্বে তিনি সহকারী অধ্যাপক হিসেবে (চক্ষু) সোহরাওয়ার্দী মেডিকেল থেকে অবসর গ্রহন করেছিলেন।

তাঁর মৃত্যতে ওএসবি এর সভাপতি অধ্যাপক শারফুদ্দিন আহমদ এবং মহাসচিব অধ্যাপক আবদুল কাদের গভীর সমবেদনা জানিয়েছেন। তাঁর স্বামী প্রাক্তন সেনা কর্মকর্তা বিগ্রেডিয়ার ডা. সাম্মা হাফিজও কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

Sadia Kabir:
Related Post