X

করোনায় আক্রান্ত হয়ে কক্সবাজারে ১ম মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ,
শুক্রবার, ১ মে, ২০২০

কক্সবাজারে করোনায় আক্রান্ত এক রোগী মৃত্যুবরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে কক্সবাজারের রামুতে করোনায় আক্রান্ত এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে করে জেলাটিতে প্রথম কোনো করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হলো।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। তথ্যটি নিশ্চিত করেন কক্সবাজার জেলার সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান।

ডা. মো. মাহবুবুর রহমান বলেন,

“করোনার উপসর্গ নিয়ে রামু উপজেলার পূর্ব কাউয়ারখোপের ৬৫ বছর বয়স্ক এক নারী মঙ্গলবার দুপুরে কক্সবাজারে ভর্তি হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হয়।”

জানা যায়, গত বুধবার ঐ নারীর নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের PCR ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। গতকাল বৃহস্পতিবার নমুনা পরীক্ষার ফলাফলে ঐ নারীর আক্রান্ত হবার বিষয়টি নিশ্চিত হয়। করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর তাঁকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর প্রক্রিয়ার আগেই গতকাল বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

অংকন বনিক:
Related Post