X

করোনায় আক্রান্ত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের ১ জন চিকিৎসক ও ১ জন নার্স

প্ল্যাটফর্ম নিউজ, ২১ এপ্রিল ২০২০, মঙ্গলবার:
কোভিড-১৯ এ এবারে আক্রান্ত হলেন গাজীপুরে অবস্থিত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক ও একজন নার্স।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল

আক্রান্ত চিকিৎসক হলেন উক্ত হাসপাতালের এনেস্থেসিওলজি বিভাগের একজন অনারারি মেডিকেল অফিসার। গত ১৮ এপ্রিল মৃদু উপসর্গ নিয়ে তিনি করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা করেন। গতকাল ২০ এপ্রিল তার করোনা পজিটিভ বলে জানা যায়। একইদিন একজন সিনিয়র স্টাফ নার্সেরও কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

মৃদু উপসর্গ থাকায় তারা দুজনই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করছেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের শারীরিক অবস্থা নিয়মিত জানানোর এবং শ্বাসকষ্ট দেখা দিলে কিংবা অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি হবার পরামর্শ দিয়েছে।

সম্প্রতি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালকে কোভিড-১৯ এর জন্য নির্ধারিত হাসপাতাল হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। উক্ত ঘোষণার ভিত্তিতে হাসপাতালে কার্যক্রম শুরু হয়েছে এবং শীঘ্রই করোনা রোগী ভর্তি হবে বলে জানিয়েছেন হাসপাতালের একজন চিকিৎসক। উল্লেখ্য, গাজীপুরে বৃদ্ধি পাচ্ছে কোভিড-১৯ সংক্রমণ। আইইডিসিআর এর সর্বশেষ তথ্যমতে, গাজীপুরে শনাক্ত রোগীর সংখ্যা এখন পর্যন্ত মোট ২৬৯ জন।

নিজস্ব প্রতিবেদক/সামিউন ফাতীহা

Platform:
Related Post