X

করোনায় আরেক শিশু বিশেষজ্ঞের প্রয়াণ

প্ল্যাটফর্ম নিউজ, ৩১ মে, ২০২১, সোমবার

প্রাণঘাতী এই করোনা ভাইরাসে এবার না ফেরার দেশে পাড়ি জমালেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের সাবেক অবসরপ্রাপ্ত অধ্যাপক ও প্রাক্তন বিভাগীয় প্রধান, শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. ফরিদুল আলম (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। গতকাল ৩০ মে, ২০২১ রবিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি কোভিড পজিটিভ হয়ে দীর্ঘ দেড় মাস চট্টগ্রাম মা-ও-শিশু মেডিকেল কলেজ ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। পরে গতকাল রাত ১১ টা রাতে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. ফরিদুল আলম ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৭ তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী৷ পরবর্তীতে তিনি চট্টগ্রাম মা-ও-শিশু মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিশেষজ্ঞের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ছিলো চট্টগ্রামের লোহাগাড়া গ্রামে। অবসর প্রাপ্ত এই শিশু বিশেষজ্ঞের এতিম শিশুদের জন্য তাঁর নিজের বসতবাড়ির অনেকখানি এতিমখানার জন্য দান করে গিয়েছেন।

মহৎ এই চিকিৎসকের মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

Sadia Kabir:
Related Post