X

করোনার হার বাড়ছে রাজশাহীতে, রামেকে একদিনে সর্বোচ্চ মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ, ৩০ মে, ২০২১, রবিবার

পার্শ্ববর্তী দেশ ভারতের করোনা প্রকোপ যেন এবার ধেয়ে আসছে বাংলাদেশেই। সীমান্তবর্তী জেলাগুলোতে দিন দিন বাড়ছে করোনায় আক্রান্তের ও মৃত্যুর সংখ্যা। তাদের মধ্যে উল্লেখযোগ্য রাজশাহী বিভাগ। বিগত কয়েকদিন যাবৎ রাজশাহী বিভাগের করোনা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে।

এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিট ও আইসিইউতে ২০৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। যাদের মধ্যে কোভিড পজিটিভ রোগী ৭৫ জন। এদের মধ্যে চাঁপাইনবাগঞ্জের ৯৩ জন, রাজশাহীর ৮৪ জন, নাটোরের ১০ জন, নওগাঁর ৭ জন, পাবনার ৩ জন ও কুষ্টিয়ার ৩ জন।

এদিকে, আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে মৃত্যুবরণ করেছেন ১২ জন। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। বেলা ১২ টার দিকে রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস, গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,

“শনিবার (২৯ মে) সকাল থেকে রবিবার (৩০ মে) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে মৃত্যু হয় তাদের। এদের মধ্যে ৮ জনের কোভিড পজিটিভ। বাকি চারজনের করোনা উপসর্গ ছিল। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার আগেই চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।”

তিনি আরো বলেন,

“নিহতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সাতজন রয়েছে, বাকিদের মধ্যে রাজশাহীর  দু্ইজন, নওগাঁ জেলার দু্ইজন ও নাটোর জেলার একজন। এ নিয়ে গত ছয়দিনে রামেক হাসপাতালে করোনা ও তার উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৫১ জন।

ইতোমধ্যে, সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলাকে কঠোর নজরদারির মধ্যে রেখেছে সরকার। লকডাউনের আওতায় আসতে পারে এমন সাত জেলা হলো- নওঁগা, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা। এছাড়া নোয়াখালী ও কক্সবাজারের সংক্রমণ নিয়েও উদ্বেগ জানিয়েছে উক্ত কমিটি।

Rabeya Akter Sharna:
Related Post